ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ , আজকের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া মিরপুর উপজেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া মিরপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির পালন করা হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতিঃ আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদকঃ লেখক ভট্টাচার্যের নির্দেশনায়-  সমবার (২৮শে, সেপ্টেম্বর) মিরপুর উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন কুষ্টিয়া মিরপুর উপজেলা ছাত্রলীগ।

বৃক্ষরোপণ শেষে বঙ্গবন্ধুর কর্মী আসলাম আরেফিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন ও পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য তার জন্মদিন উপলক্ষে সারাদেশে ছাত্রলীগের প্রতিটি ইউনিটেই এ বৃক্ষরোপণ কর্মসূচি নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে আদর্শকে বাস্তবায়নে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন। তার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা তার জন্মদিনে শুভেচ্ছা জানাই এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।