ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ , আজকের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনার ১২ দিন পর স্কুল ছাত্রের মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামের স্কুল ছাত্র আরাফাত মোল্যা (১৬) সড়ক দুর্ঘটনার ১২ দিন পর বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত ৩ টার দিকে ঢাকার সরোয়ার আদি হাসপাতালে মারা গেছে। আরাফাত মোল্যা সহস্রাইল এ জেট পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীতে পড়ে। এ বছর এসএসসি পরীক্ষার্থী। তার লাশ শুক্রবার সকালে বাড়িতে আনা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ মার্চ সন্ধ্যায় আরাফাত তার বন্ধুদের সাথে ইজিবাইকে ঘুরতে বের হয়। মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহা সড়কের কলিমাঝি ঈদগাহের সামনে পৌঁছালে বাঁশ ভর্তি ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এ সময় আরাফাতের দুই পা ভেঙ্গে যায় এবং মাথায় আঘাত পাই। আহত অবস্থায় তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সরোয়ারদি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
যুবলীগ নেতা কাটাগড় গ্রামের বাসিন্দা মো. লাভলু মোল্যা বলেন, আরাফাত মোল্যা পড়ালেখায় ভালো ছিল। গত ৫ মার্চ বন্ধুদের সাথে ঘুরতে বের হয়। ভ্যান ভর্তি বাঁশের সাথে তাদের ইজিবাইকের সংঘর্ষ হয়। এ সময় আরাফাত মারাত্মক আহত হয়। তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করা হচ্ছিল। বৃহস্পতিবার রাত ৩ টার দিকে চিকিৎসাধী অবস্থায় সরোয়ারদি হাসপাতালে মারা যায়। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, মৃত্যুর খবর আমার জানা নেই। যেহেতু বেশ কিছু দিন আগে সড়ক দুর্ঘটনা ঘটেছিল। ঢাকায় চিকিৎসা হয়েছে। সেখানে মারা গেছে।