ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

দৌলতপুরে উদ্দীপনের উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের চেক বিতরন।

খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে আল্লারদর্গায় উদ্দীপনের উদ্যোগে উদ্দীপনের নিজেস্ব কার্যালয়ে রোববার বেলা ১১ টায় উদ্দীপন শিক্ষা বৃত্তি কর্মসূচী ২০২৩, এস.এস.সি’তে জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে বৃত্তির চেক বিতরন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উদ্দীপন দৌলতপুর অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক বলোদ্বিত্য দেবনাথের সভাপত্তিত্বে, প্রধান অতিথি থেকে চেক বিতরণ করেন ও বক্তব্য রাখে উপজেলা মাধ্যমিক শিক্ষ্য অফিসার সর্দার মোহাম্মদ আবু সালেক, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন উদ্দীপনের সহকারী পরিচালক কুষ্টিয়া জোন এর জোনাল ব্যবস্থাপক মোঃ শাহিদুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল (শাহীন), উদ্দীপনের আল্লারদর্গা শাখা ব্যাবস্থাপক এস.এম. মঞ্জুর হোসেন, দৌলতপুর শাখা ব্যবস্থাপক মোঃ জিয়াউর রহমান, অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ছাড়াও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।