ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ , আজকের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে বোয়ালমারীতে প্রেসব্রিফিং

 বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে বোয়ালমারী উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিং করা হযেছে। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইন এ প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিংয়ে জানানো হয় বুধবার (২২ মার্চ) সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৩৯,৩৬৫ টি ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। ৭টি জেলা এবং ১৫৯টি উপজেলা ভূমিহীনমুক্ত হিসেবে ঘোষণা করা হবে। বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ১০টি ঘরের দলিল হস্তান্তর করা হবে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, বোয়ালমারীতে কর্মরত সংবাদ কর্মীরা।