ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নাগরপুরের বনগ্রাম বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন

 কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: টাংগাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ শে মার্চ কাল রাত্রি উপলক্ষে বনগ্রামের বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান এর সঞ্চলনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইকবাল হোসেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ জাহিদ হাসান সহ বনগ্রাম ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ। মানবসভ্যতার ইতিহাসে এটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। নিরীহ-নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে বর্বরোচিত গণহত্যা চালানোর এক ভয়াল স্মৃতির কালরাত এই ২৫শে মার্চ। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তান সেনাবাহিনীর হাতে রচিত হয়েছিল বিশ্বের নৃশংসতম গণহত্যার এক কালো অধ্যায়। গণহত্যার রক্তাক্ত ধাপ পেরিয়ে মাথা উঁচু করে আছে বাংলাদেশ। যে জনতা মুক্তির স্বপ্নে মৃত্যুকে পেরিয়ে যাওয়ার সাহস দেখায়, গণহত্যার কী সাধ্য তাকে নিশ্চিহ্ন করে।