ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ , আজকের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

সাপাহারে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে “আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।

এ সময় সেখানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সহকারি কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেল কৃষি অফিসার কৃষিবিদ মুজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতান মাহমুদ প্রমূখ।
এ ছাড়াও সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার সহ অনেকেই উপস্থিত ছিলেন।