ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দশমিনায় বিনামূল্যে রাসয়নিক সার ও বীজ বিতরণ

মোঃবেল্লাল হোসেন
দশমনিা(পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী দশমিনা উপজেলায় শনিবার সকাল ১০ টায় পরিষদ অডিটোরিয়াম হল রুমে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) নাফিসা নাজ নীরা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ, ভাইস চেয়াম্যান নাসির উদ্দিন পালোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ সামছুরন্নহার খান ডলি, জেলা পরিষদ চেয়ারম্যান গাজী মিজান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ সহ উপকার ভোগী প্রান্তিক কৃষক গন।
স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ বলেন বাংলাদেশ সরকার কৃষি বান্ধব সরকার। উপজেলায় এ বছর বিপুল পরিমানে তরমুজ ফলন হয়েছে, বর্তমানে সূর্যমূখী চাষে গত বছরের তুলনায় তিনগুন বৃদ্ধি পেয়েছে। এ বছর সরকার প্রান্তিক কৃষকদের মাঝে খরিপ-১ মৌসুমে উচ্চ ফলনশীল বীজ ৫ কেজি ও ২০ কেজি রাসয়নিক সার বিতরনের শুভ উদ্ধোধন করেন মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি। পর্যায়ক্রমে কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হবে।