1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি দেওয়া সেই ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ - dailynewsbangla
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন

কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি দেওয়া সেই ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

 বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলাতে কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি আপলোড দেওয়া উপজেলা ছাত্রলীগের সেই নেতাকে খুঁজছে পুলিশ। যে কোন সময় সে গ্রেপ্তার হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় থানার অফিসার ইনচার্জ। শনিবার সকালে কোমরের পিছন দিকে পিস্তল গুঁজে নিজের ফেসবুক ওয়ালে ছবি আপলোড করেন ওই ছাত্রলীগ নেতা। পরে বিষয়টি নিয়ে হৈচৈ শুরু হলে তিনি ছবিটি ওয়াল থেকে তুলে নেন। শুভ্রদেব সিং বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সুধীর বিশ্বাসের ছেলে এবং ফরিদপুর রাজেন্দ্র কলেজের সম্মান শ্রেণির ছাত্র। জানা যায়, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং অরফে সুদেব সিং কোমরের পিছনে পিস্তল গুঁজে একটি ছবি শনিবার (২৫.০৩.২৩) নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন। নিচে ক্যাপশনে লেখেন, “দিবেন যা, পাবেন তা, ভাবনা চিন্তা কল্পনাহীন”। ফেসবুকে ছবি ছাড়ার পরই এলাকায় হৈচৈ শুরু হয়ে যায়। এর পরই নিজের ফেসবুক ওয়াল থেকে ছবি তুলে নেন তিনি। এ বিষয়ে শুভ্রদেব সিং জানান, উপজেলার কাটাগড় মেলা থেকে ভাইয়ের ছেলের জন্য একটি খেলনা পিস্তল কেনেন। শখের বসে সেই পিস্তলটি কোমরে গুঁজে ছবি তুলে পোস্ট করেছেন। এরপর নানাজন নান রকম কমেন্ট করায় ছবিটি তুলে নেন। এটি ভুল হয়েছে, এভাবে ছবি তুলে দেওয়া ঠিক হয়নি বলে জানান তিনি। এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রান্ত সিদ্দিকী বলেন, সে মেলা থেকে খেলনা পিস্তল কিনে শখের বসে ছবি আপলোড করেছিল। একটি বিরোধী চক্র ওই ছবি নিয়ে চক্রান্ত শুরু করে। তারপরও বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা আলী তমাল বলেন, বিষয়টি জানতে পেরেছি। শুনেছি সে মেলা থেকে একটি খেলনা পিস্তল কিনে কোমরে গুঁজে ছবি দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম ছবি ছাড়া ঠিক হয়নি। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। যদি সংগঠন পরিপন্থী কোন কাজ হয় তাহলে অবশ্যই তার (শুভ্রদেব) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, শুভ্রদেব সিংকে খোঁজা হচ্ছে। সে কেন এমন একটি ছবি ফেসবুকে দিল ? তার মোটিভ কি ছিল ? পিস্তলটি খেলনা না আসল ছিল সেটাও দেখতে হবে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ