ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ , আজকের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

সাজের গাড়িতে অবসর নিয়ে বাড়িতে গেলেন পুলিশ সদস্য

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানার কনস্টেবল রাকিবুল ইসলাম ৩৯ বছর চাকুরী শেষে সাজের গাড়িতে বাড়িতে গেলেন।

তিনি দেশের বিভিন্ন এলাকায় চাকুরী করে বোয়ালমারী থানায় এসে চাকুরী করার সময় (৩০ মার্চ) বৃহস্পতিবার অবসরে যান।
সে অবসরে যাওয়ার সময় বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের নির্দেশে বোয়ালমানী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব পুলিশের গাড়ি সুন্দর করে সাজিয়ে ওই গাড়িতে তাকে তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার তিলছড়ি গ্রামে পৌছায় দেন।

তার বিদায়ের সময় থানার সকল পুলিশ সদস্য চোখের পানি দিয়ে তাকে বিদায় দেন এবং তার ও তার পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করেন।