ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ , আজকের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

দশমিনায় আড়াই লক্ষ মিটার জাল উদ্ধার, ১১ জন জেলেকে জরিমানা

মোঃবেল্লাল হোসেন 
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি 
পটুয়াখালী দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে শুক্রবার বিকেলে নৌ-পুলিশ ফাঁড়ি ও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে আড়াই লক্ষ মিটার জাল জব্দ ও ১১ জন জেলেকে আটক করা হয়।
জানা যায় উপজেলায় ১ লা মার্চ থেকে ৩০ এপ্রিল  দুই মাস তেঁতুলিয়া নদীর চর ভেদুরিয়া থেকে চর রুস্তুম ইলিশ অভয়াশ্রম। শুক্রবার নদীতে অবৈধ ভবে মাছ স্বীকারের সময় উপজেলা মৎস্য অফিস ও নৌ-পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে দেড় হাজার মিটার কারেন্ট জাল ও ১১ জ জেলেকে আটক করা হয়।
নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ আনিসুর রহমান ও মেরিন ফিশারিস মোঃ নাজমুল হাসান জানান তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে মাছ ধরায় শুক্রবার (৩১ মার্চ) ১১ জেলেকে আটক ও দেড়হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা আজকের পত্রিকা প্রতিনিধিকে বলেন উপজেলা নৌ-পুলিশ ফাঁড়ি ও উপজেলা মৎস অধিদপ্তর দশমিনা এর যৌথ অভিযানে ১১ জন জেলেকে আটক করা হয় এবং দেড় হাজার মিটার জাল জব্দ করা হয়।ভ্রাম্যমাণ আাদলতের মাধ্যমে মৎস্য আইনে ১১ জন জেলর প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় এবং দেড় হাজার মিটার কারেন্ট জাল পুরিয়ে ফেলা হয়। অভয়াশ্রম সময়কালীন এ অভিযান অব্যহত থাকবে।