ফরিদ আহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুর থানার সংগ্রামপুর ভিটাপাড়া গ্রামে”অভিযান চালিয়ে ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করে র্যাব। আটককৃত হলেন কুষ্টিয়ার দৌলতপুরের ঝাউদিয়া মধ্যপাড়ার মৃত হাবিবুর রহমান ছেলে রাজু আহম্মেদ।
র্যাব সূত্র জানায়, ৩১ মার্চ রাত সোয়া ১ টার দিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন সংগ্রামপুর ভিটাপাড়া গ্রামে”র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ১৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি রাজু আহম্মেদ (৩৭) কে গ্রেফতার করে।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলায় দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয় এবং উদ্ধারকৃত আলামতসহ উক্ত আসামিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করে র্যাব১২
Print [1]