বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় স্কুল ছাত্রী (১৩) অপহরণের তিনদিন পর ওই ছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ। অপহরণের ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে ৬ জনের নামে থানায় মামলা করেছেন। মামলা নম্বর ১। শনিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চতুল ইউনিয়ন পরিষদ এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহমান। উদ্ধারের পর স্কুল ছাত্রীকে স্বাস্থ্য পরিক্ষার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে। ওই ছাত্রী বোয়ালমারী জর্জ একাডেমীর ৭ম শ্রেণীতে পড়াশোনা করে। মামলা সূত্রে জানা যায়, ওই ছাত্রী স্কুলের আসা যাওয়ার পথে সোতাসী গ্রামের শাহিন শেখ (১৯)তাকে প্রেমের প্রস্তাবসহ কুপ্রস্তাবসহ দিয়ে আসছিল। ওই ছাত্রী শাহিন শেখের কথা তার মা ছাত্রীর মাকে জানালে তারা শাহিন শেখের অভিভাবকদের নিকট নালিশ করেন। গত ২৮ মার্চ মঙ্গলবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে ওই ছাত্রীর বাড়ি সোতাসী গ্রাম এলাকা থেকে একই গ্রামের আশরাফুল স্যারের নিকট প্রাইভেট পড়তে বের হয়ে বাড়ির সামনে পাকা রাস্তায় পৌঁছালে শাহিন শেখ ও সবুর শেখ ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে মুখ চেপে ধরে একটি মোটরসাকেলে উঠিয়ে মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়ক ধরে চলে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আব্দুর রহমান বলেন, স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় তার বাবা ৬ জনের নাম উল্লেখ করে অপহরণ মামলা করেছেন। ছাত্রীকে চতুল ইউনিয়ন পরিষদ এলাকা থেকে শনিবার সকালে উদ্ধার করে স্বাস্থ্য পরিক্ষার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।