ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

সালথা উপজেলা চেয়ারম্যানের বাহিনীর অত্যাচার থেকে মুক্তি পাওয়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন 

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরের হাতুড়ী বাহিনীর অত্যাচার থেকে মুক্তি পেতে মানববন্ধন করেছে এলাকাবাসি। বুধবার (৫ এপ্রিল) বিকালে গট্টি ইউনিয়নের বালিয়া বাজারে এক মানববন্ধনের আয়োজন করেন গট্টি ইউনিয়নের মুক্তিকামী শতাধিক জনতা। এসময় মানববন্ধনে উপস্থিত ও মুক্তিকামী কয়েকজন বলেন, ওয়াদুদ মাতুব্বরের দলে না থাকলে চলে অত্যাচার, বিভিন্ন হয়রানিসহ মারধর। তারা বলেন স্বাধীন দেশে ভিন্ন মত থাকতেই পারে, এর মানে এই নয় যে ভিন্ন মতের লোকজন অত্যাচারিত হবে। গত দুদিন আগে রাতের  আধারে ওয়াদুদ এর হাতুরী বাহিনীর হাতে মার খেয়ে গুরুতর আহত হয়েছে দুজন তারা হাসপাতালে চিকিৎসাধীন  রয়েছে, যন্ত্রনায় বিছানায় কার্তাচ্ছে। গট্টি ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ইব্রাহিম মোল্লা বলেন, সালথা উপজেলায় যত মারামারি সংঘর্ষ, সবই চেয়ারম্যান ওয়াদুদ এর নেতৃত্বে হয়ে থাকে। তিনি আরো বলেন, গত চার মাস কয়েকটি মামলায় জেলে ছিলো ওয়াদুদ মাতুব্বর সেই সময়টায় সালথা উপজেলায় একটা শান্ত পরিবেশ ছিলো। তিনি আবার বেরিয়ে আসার পর দেশে সহিংসতা সৃষ্টি হয়েছে। আমরা সাধারণ জনগন দিন শেষে দুমুঠো ডাল, ভাত খেয়ে বউ বাচ্চা নিয়ে ঘুমিয়ে থাকতে পারি এটাই প্রত্যাশা করি। এলাকায় কোন সহিংসতা চাই না।যারা সহিংসতা করে তাদের কে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। মানববন্ধনে উপস্থিত ছিলেন,  আওয়ামীলীগ নেতা খোরশেদ খান, পাবেল রায়হান, গট্টি ইউনিয়ন পরিষদ সদস্য নুরুউদীন মাতুব্বর, রফিক মেম্বার, জাহিদ মাতুব্বর সহ শতাধিক জনতা।