মোহাম্মদ আককাস আলী : আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিভিন্ন মামলার জব্দকৃত যানবাহন গুলো মামলা জটে রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে থানা চত্বরে। বছরের পর বছর ধরে আদালতে বিচারাধীন মামলার নিষ্পত্তি না হওয়ায় দেশী ও বিদেশি বিভিন্ন কোম্পানির তৈরি জব্দকৃত এসব যানবাহন থানা চত্তরের খোলা আকাশের নীচে রোদ বৃষ্টির পানিতে ভিজে জং ধরে নষ্ট হচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ডিবি এবং র্যাব অভিযান চালিয়ে ২০১০ সাল থেকে এ পর্যন্ত শতাধিক মোটরসাইকেল ৪ টি ট্রাক এবং ২ টি মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন জব্দ করে। পুলিশ জানায়,আইন শৃঙ্খলা বাহিনীর হাতে জব্দকৃত ওইসব যানবাহনের সঙ্গে বহন করা ২ শ”কেজি গাঁজা, প্রায় ১ হাজার বোতল ফেনসিডিল এবং প্রায় ২ শ” গ্রাম হেরোইন এবং কয়েক হাজার পিচ ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্যের চালান আটক হয়। আটককৃত এসব মাদক দ্রব্য এবং যানবাহনসহ শতাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।ওইসব মাদক দ্রব্য আটক এবং যানবাহন জব্দের সময় প্রায় ৩ শ” জনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা হয়েছে। চলমান ওইসব মাদক দ্রব্য মামলার আসামীরা আদালত থেকে জামিন পেলেও বছরের পর বছর ধরে জব্দকৃত যানবাহন গুলো মহাদেবপুর থানা চত্বরে রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে। থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাফফর হোসেন বলেন মাদকের মামলা গুলো নিষ্পত্তি না হওয়ায় জব্দকৃত যানবাহন গুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া সম্ভব হচ্ছে না।
Print [1]