ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ , আজকের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

ফিলিপনগর থেকে ২ কোটি মূল্যের কিং কোবরা সাপের বিষ উদ্ধার

নিউজ ডেক্সঃ  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকা থেকে ভারতীয় ৫’শ মিলি লিটার কিং কোবরা সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি।

৮ এপ্রিল,শনিবার দুপুর ১২.১০টায় উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম ফিলিপনগর গ্রামে বিজিবি সদস্যরা  অভিযান চালিয়ে বিপুল পরিমান এ সাপের বিষ উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া সাপের বিষের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বলে বিজিবি সূত্র জানিয়েছে।

বিজিবি সূত্র জানায়, ভারত থেকে মাদকসহ সাপের বিষ পাচার করা হচ্ছে এমন বিআইপি’র তথ্যের ভিত্তিতে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি কোম্পনী কমান্ডার সুবেদার মো. মাহাবুবুর রহমানের নেতৃত্বে বিজিবি’র টহল দল ১৫৭/২-এস সীমান্তর পিলার হতে ৬ কি. মি. বাংলাদেশ অভ্যন্তরে দক্ষিণ পশ্চিম ফিলিপনগর গ্রামে অভিযান চালায়।

এসময় মাদক পাচারকারীরা বোতলে ভরা কিং কোবরা সপের বিষের বোতল ফেলে পালিয়ে গেলে বিজিবি তা উদ্ধার করে কুষ্টিয়ার মিরপুর ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেরণ করে। উদ্ধার করা সাপের বিষের মূল্য ২ কোটি টাকা হবে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।