মোহাম্মদ আককাস আলী : নওগাঁর মহাদেবপুর থানাপুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে বি়ভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেফতার করেছে।
মহাদেবপুর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, মহাদেবপুর থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে মহাদেবপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিআর- ৪৭/২৩ এর আসামী আতাউর রহমান, পিতা- মো. নইমদ্দীন সরদার, সাং- বিনোদপুর, নারী ও শিশু মামলা নং- ৫০৪/২০ এর আসামী কাওছার আলী, পিতা- মৃত ইসমাইল, সাং- হরেকৃষ্ণপুর, সিআর-৬৪৪/২২(মহাঃ) এর আসামী এস্তে সাহা আলম আলী মোল্লা, পিতা- এস্তে ফানুস আলী মোল্লা, সাং- মহাদেবপুর (কলোনীপাড়া),
সিআর-৪০৩/২০(মহাঃ) এর আসামী মোঃ রতন আলী, পিতা- মোঃ আসলাম, সাং- মহাদেবপুর ৫ । নারী ও শিশু মামলা নং- ৪১০/১৯ এর আসামী মোঃ এলাহী মন্ডল, পিতা- মোঃ ইদ্রিস আলী মন্ডল, সাং- হাজরাপকুর ৬ । নারী ও শিশু মামলা নং-৪১০/১৯ এর আসামী মোঃ নাজমুল হোসেন @ বাবু, পিতা- মোঃ আজাহার আলী, সাং- হাজনাপুকুর ৭ । নারী ও শিশু মামলা নং- ৪১০/১৯ এর আসামী মোছাঃ বিলকিস বেগম, স্বামী- মোঃ এলাহী মন্ডল, সাং- হাজরাপুকুর, সর্বথানা- মহাদেবপুর, জেলা- নওগাঁদেরকে ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়। ১০ এপ্রিল তাদেরকে বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়।
Print [1]