ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ , আজকের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহীর জয়িতা নারী খুকি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রকি কুমার ঘোষ

 

জয়িতা পুরস্কার পাওয়া রাজশাহী জেলার একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি (৬২) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১ টায় রাজশাহী নগরীর মহিষবাথান এলাকার “মিশনারিস অব চ্যারিটি আশাদান মাদার তেরেসা আশ্রমে” তিনি ইন্তেকাল করেন।
দিল আফরোজ খুকির (৬২) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী মহানগর ও রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি এবং রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য রকি কুমার ঘোষ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেছেন রকি কুমার ঘোষ।

উল্লেখ্য, ২০২০ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুকুমণির জীবন-সংগ্রামের একটি ভিডিও প্রকাশ পায়। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন খুকুমণির পাশে দাঁড়ায়। ২০২০ সালে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পান তিনি।