ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ , আজকের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

বোয়ালমারীতে অগ্নিকান্ড রোধে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রচারনা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার বিভিন্ন জায়গা অগ্নিকান্ড রোধে করণীয় শীর্ষক প্রচারনার অংশ হিসেবে জনসচেতনতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন।
জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকান্ড প্রতিরোধ করতে বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকেলে পৌরসভার বিভিন্ন এলাকায় হ্যান্ড মাইক হাতে নিয়ে জনসাধারনকে সচেতন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন প্রচার প্রচারনা করেন।
 প্রচারের সময় উপস্থিত ছিলেন পল্লি বিদ্যুতের বোয়ালমারী জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ মোর্শেদুর রহিম, শাহ জাফর টেকনিকাল কলেজের অধ্যাক্ষ লিয়াকত হোসেন লিটন, বোয়ালমারী
ফায়ারসার্ভিসের স্টেশন মাস্টার ও  কর্মীবৃন্দ।