কাজী মোস্তফা রুমি স্টাফ রিপোর্টার: আজ পহেলা বৈশাখ,১৪৩০। দীর্ঘ একটি বছর পার করে পুরাতনকে বিদায় দিয়ে আমরা আজ আরও একটি নতুন বছরে পদার্পণ করলাম। পহেলা বৈশাখ আমাদের বাঙালি জাতির সংস্কৃতির একটি অবিচ্ছেদ অংশ। তাই সমগ্র বাংলাদেশে আজ পহেলা বৈশাখ যথাযথ মর্যাদায় পালন করছে। বাংলা শুভ নববর্ষ উপলক্ষে নাগরপুর দেলদুয়ারের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন নাগরপুর উপজেলা আ’লীগের সংগ্রামী সভাপতি, মেধাবী ব্যক্তিত্ব,দক্ষ নেতৃত্ব আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়াম। নববর্ষের এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান- ছয় শতাধিক বছর আগে বাংলা বছর চালুর পর থেকেই পহেলা বৈশাখ পালন বাঙালির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। মুঘল সম্রাট আকবর বাংলা থেকে জমির খাজনা আদায়ের সুবিধার্থে ১৫৫৬ খ্রিস্টাব্দে বাংলা সন চালু করেন। সেই ধারাবাহিকতায় আজ আরো একটি বাংলা নতুন বর্ষে পদার্পন করলাম আমরা। আজকের এই বাংলা নববর্ষে আমি আমাদের সংসদীয় আসন টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ারের সমগ্র জনগণকে আমার পক্ষ হতে এবং নাগরপুর উপজেলা আ’লীগের পক্ষ হতে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আসুন আমরা আজকের এই নববর্ষের দিনে প্রতিজ্ঞা করি সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশটিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এক সাথে কাজ করি।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক
,
আপলোডের সময় :
শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ,
আজকের সময় :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়াম
Print [1]