1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
দশমনিায় সন্ত্রাসী হামলায় কলেজ শিক্ষার্থী সহ ৪ জন গুরুতর আহত থানায় মামলা গ্রেফতার ৪ - dailynewsbangla
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুর বিদিরপুরে উৎসবমূখর পরিবেশে শেষ হলো ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ভারতে বসে শেখ হাসিনা দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে – শাহাজান আলী জাল সনদে চাকরি নেওয়া ২০ শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাগমারার হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন আর কোন সরকার যেন ভোটের অধিকার কেড়ে নিতে না পারে: রাজশাহীতে জোনায়েদ সাকি দৌলতপুরে লাঠির আঘাতে আপেল লস্কর নামে ব্যাবসায়ীর মৃত্যু দৌলতপুরে এসএসসি ব্যাচ ১৯৮৬ এর প্রথম মিলন মেলা অনুষ্ঠিত নওগাঁয় শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু বোয়ালমারীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের ৯ম মৃত্যুবার্ষিকীতে দোয়ার আয়োজন

দশমনিায় সন্ত্রাসী হামলায় কলেজ শিক্ষার্থী সহ ৪ জন গুরুতর আহত থানায় মামলা গ্রেফতার ৪

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী দশমিনায় সন্ত্রসী হামলায় এইচএসসি পরীক্ষার্থী সহদর দুই ভাই সহ গুরুতর আহত চান।
উপজেলার আলীপুর ইউনিয়নের নিজাবাদ গয়নাগাট এলাকায় মঙ্গলবার (১১ মার্চ) রাত ৮ টায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় দশমিনা উপজেলায় সাধারন জন মনে আতংক বিরাজ করছে।
থানা সূত্রে জানা যায় গত মঙ্গলবার রাত ৮ টায় ইযাসিন, আরাফাত, ইব্রাহিম, ইয়াসি-২ চার বন্ধু আলীপুর ইউনিয়ন থেকে দশমিনা সদরে আসার পথে নিজাবাদ গয়নাঘাট এলাকায় রাস্তার উপর পূর্বে জের ধরে সোহাগ প্যাদা, সহ ২০-২৫জন গতিরোধ করে দেশীঅ¯্র(বগি, রামদা, চাপাতি) দিয়ে উপর্যোপুরি কোপায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে থাকলে স্থানীয় লোক জন তাদের দশমিনা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মইনুল ইসলাম ইয়াসিন ও আরাফতের অবস্থা আশংখা দেখে বরিশাল শে-রে-ই বাংলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠায়। ইব্রাহিম ও ইয়াসিনের শরীরে সাধারন জেখম থাকায় দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এফবিতে ভাইরাল হলে নড়েচরে বসে পুলিশ প্রশাসন। ১৩ মার্চ ইয়াসিন ও আরাফাতের বাবা মোঃ মাহবুল মুন্সি বাদী হয়ে ২০ জনের বিরুদ্ধে ও অঞ্জাত নামা ২০-২৫ জনের নামে এজাহার দায়ের করলে ঐ রাতে দশমনিা থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
ইয়াসিন ও আরফাতের বাবা মাহবুল মুন্সি বলেন, আমার দুই জমোজ ছেলে সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজের এইচএসসি পরীক্ষার্থী। কলেজে কোন সমস্য থাকতে পারে তাই বলে এ ভাবে মানুষকে মানুষ কোপায়। কি দোষ ছিলো আমার ছেলেদের। আমি অভিভাবক হয়ে জানতেও পারিনি। ১১ মার্চ বন্ধুদের সাথে আলীপুর ঘুরতে যায় রাতে দশমিনা আসার পথে সাবেক ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক বর্তমানে কলেজ শাখার ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সোহাগ প্যাদা, কামাল(ক্যাডার কামাল), আরিফ, কবির(বোমা কবির), শান্ত সহ ২০ জন আমার ছেলেকে সহ ৪ জনকে কুপিয়েছে। আমার ছোট ছেলে ইয়াছিনকে ১২-১৩ টি কোপ দিয়েছে দশমিনা হাসপাতালে চিকিৎসা হয়নি বরিশাল হাসপাতালে ৭০-৭৫ টি সেলাই লাগছে বর্তমান অবস্থা বেঁচে না থাকার মতো। ইয়াছিনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বাঁচবে কি না তা জানিনা। আমি এই সন্ত্রাসী বর্বরতা হামলার বিচার চাই।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মেহেদী হাসান বলেন মাহবুল মুন্সির লিখিত এজাহার পেয়েছি । ৪ জন আসামিকে গ্রেফতার করে আদালতে পেরন করা হয়েছে। বাকী আসমীদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।

 

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ