ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

দৌলতপুরে আগুনে পুড়লো বাড়ি, প্রাণ গেলো দুই বোনের

ফরিদ আহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় দুই পরিবারের চারটি ঘর ও সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
বুধবার (১৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দী বিশ্বাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই বোন হলো- ছনি খাতুন (৭) ও সুরমিলা (২)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।

স্থানীয়রা জানায়, বিশ্বাসপাড়ার দুখির আলি ও ওসমানের বাড়িতে বিকেলে আগুন লাগে। এ সময় ঘর থেকে বের হতে না পারায় দুখির দুই মেয়ে আগুনে পুড়ে মারা যায়। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে এর মধ্যেই তাদের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
রিফাইতপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু জানান, অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। ক্ষতিগ্রস্তরা জানিয়েছে, তাদের দুই পরিবারের প্রায় ৫ লাখ টাকারও বেশি মালামাল পুড়ে গেছে। তাদের দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে।

দিঘলকান্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জামাল জানান, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।