ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ , আজকের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

ট্রালার ডুবির ট্রাজেডির নিখোঁজ ৪জনের মরদেহ উদ্ধার

মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি পটুয়াখালীর দশমিনায় বরযাত্রীর ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ চার জনের মরদেহ রবিবার সকাল থেকে দুপুর তিনাটার মধ্যে পৃথক পৃথক সময়ে ৪ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার সকাল ৮ টায় তেঁতুলিয়া নদীর পাতার চর এলাকা থেকে বর রাব্বি হাওলাদার (২২) ও তার মা সেলিনা বেগমের (৪৫) উদ্ধার করা হয়। সকাল সাড়ে দশটার দিকে গলাচিপা উপজেলার তেঁতুলিয়া নদীর বন্যাতলী এলাকা থেকে চাচাতো সালি মারিয়ার (৭) এবং দুপুর তিনটায় খাদিজার লাশ উদ্ধার করা হয়। চার জানের জানাজা রবিবার বিকেল সারে পাঁচটায় আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চার জানের জানাজা শেষে রাব্বি, সেলিনা ও খাদিজা আউলিয়াপুর পারিবারিক গোরোস্থানে দাফন করা হবে এবং মারিয়াকে চরবোরহান ইউনিয়নের চরশাহজালাল গ্রামে নিজ তৈত্রিক গোরস্থানে দাফন করা হবে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মনির হওলাদরের ছেলে রাব্বির সঙ্গে উত্তর শাহজালাল গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। বিকাল চারটার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে বরযাত্রীর ট্রলার আউলিয়াপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় তেঁতুলিয়া নদীর চর আপতি এলাকায় পৌছলে ঝড়ের কবলে পরে ২০ জন বরযাত্রী সহ ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষনিক ১৫ জন সাঁতরে তীরে উঠলেও নিখোজ হয় বর রাব্বী, তার মা সেলিনা বেগম, ফুফু লিপি বেগম, ফুফাতো বোন খাদিজা ও চাচাত সালি মারিয়া। পরে স্থানীয়রা ওই দিনই ফুফু লিপি বেগমের ভাসমান লাশ উদ্ধার করে। রবিবার সকাল ও দুপুরে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাফিসা নাজ নীরা বলেন, আজ রবিাবার এসএসসি,দাািখল ও কারিগরি পরীক্ষা শুরু। আমি সকাল ৮ টায় ২ জন ১০ টায় ১ জন এবং দুপুর ২ টায় একজর মোট চারজনেক উদ্ধারের খর পেয়েছি। এখোন ঘটনা স্থলে এসে পৌছাইয়াছি। উদ্ধার চার জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, থানা পুলিশ, নৌ-পুলিশ ফাঁড়ী ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কোস্টগার্ড পটুয়াখালী দক্ষিন এর যৌথ অভিযানে রবিাবর সকালে ও দুপুরে ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনা স্থলে দশমিনা থানার উপপুলিশ পরিদর্শক(এসআই) তৌসিফ আছে। উদ্ধার চার জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।