ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ , আজকের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

দৌলতপুরে অগ্নিদগ্ধ দিনু ও আক্তার মন্ডলের চিকিৎসাধীন অবন্থায় মৃত্যু

দৌলতপুর চিলমারী ইউনিয়নে ভয়াবহ হামলার ঘটনায় অগ্নিদগ্ধ দু’জন চিকিৎসাধীন অবন্থায় মৃত্যু বরণ করেছে।

ফরিদ আহমেদঃ  কুষ্টিয়া দৌলতপুরে গত ২৭ এপ্রিল চিলমারী ইউনিয়ন এলাকায়  প্রতিপক্ষের   ছোড়া পেট্রল বোমায় দগ্ধ হওয়া ৬ জনের মধ্যে ২ জন কিছুক্ষন আগে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে মারা গেছে
তারা হলেন, ১। দিনু মন্ডল (৭০) এবং আকতার মন্ডল (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছে তার স্বজনরা।
চিকিৎসাধীন অবস্থায় দিনু মন্ডল ও আকতার মন্ডলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান ।