কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে মহান শ্রমিক দিবস পালিত হয়েছে। সোমবার(১লা মে) সকাল থেকে এ উপলক্ষে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মহান শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ, নাগরপুর উপজেলা অটো রিক্সা,অটো টেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়ন, নাগরপুর উপজেলা রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি, নাগরপুর ভাড়ায় চালিত মটর বাইক কল্যাণ সমিতি, নাগরপুর নির্মাণ ও প্রকৌশলী শ্রমিক ইউনিয়ন,নাগরপুর কুলি মজদুর ইউনিয়ন,নাগরপুর বৈদ্যুতিক শ্রমিক ইউনিয়ন র্যালি বের করে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৃথক পৃথক স্থানে আলোচনা সভায় মিলিত হয়। এরই ধারাবাহিকতায় নাগরপুর উপজেলা রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতির সভাপতি এসএম আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.শাহ আলম হোসেনের সঞ্চালনায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নাগরপুর সরকারী কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের কার্যকরী সভাপতি মো.আব্দুস সালাম, যুগ্ন সাধারন সম্পাদক মো.কামরুল ইসলাম কোহিনুর, রোড সম্পাদক মো.মজনু মিয়া, মো.জাহিদ হোসেন, নুরুলজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো.ফরমান কাজী, ধর্ম সম্পাদক মো.আব্দুল রউফ, সদস্য মো.নাছির হোসেন শ্রমিক নেতা মো.বাবুল মিয়া, মো.রতন মিয়া ও মো.জুয়েল মিয়া প্রমূখ। এসময় শ্রমিক নেতৃবৃন্দ খেটে খাওয়া মানুষের পক্ষে বিভিন্ন যৌক্তিক দাবি আদায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।