ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩ , আজকের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

দৌলতপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে মঙ্গলবার বিকেলে উপজেলার বৈরাগীরচর এলাকা থেকে অজ্ঞাত এক ব্যাক্তির (৪৪) মাটিচাপা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৈরাগীর এলাকার পদ্মানদীর পাড়ের একটি খাদের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ছেলেরা নদীর ধারে ফুটবল খেলছিল। এ সময় খাদের ভেতর মানুষের হাত দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা মাটিচাপা অবস্থায় একটি মরাদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তার পরিচয় সনাক্ত করা যায়নি। ঈদের দুএকদিন আগে বা পরে কে বা কারা হত্যা শেষে লাশটি ওইখানে মাটিচাপা দিয়ে যায় বলে স্থানীয়দের ধারনা। একের পর এক হত্যাকান্ডের ঘটনায় দৌলতপুরের আইনশৃংখা পরিস্থিতি নিয়ে সাধারন মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, ঈদের দুদিন পর উপজেলার চকদৌলতপুর গ্রামের আশালত আলীর ছেলে মারুফ আলী নিঁেখাজ হন। লাশটি তার হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। লাশটি সনাক্তের জন্য নিখোজ মারুফের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। সনাক্তের পর বোঝা যাবে লাশটি কার।