ফরিদ আহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জাকির মোল্লা (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার কল্যাণপুর সাহাপুর গ্রামে গোরস্থান মাঠে তাকে কুপিয়ে হত্যা করে ছে প্রতিপক্ষের লোকজন। নিহত জাকির মোল্লা একই গ্রামের আরব মোল্লার ছেলে। এ ঘটনায় বিক্ষুব্ধ নিহতের স্বজনরা আবু মন্ডলসহ ৪/৫টি বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন ও নিহতের লাশ উদ্ধার করে করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, কল্যাণপুর সাহাপুর গ্রামের আবু মন্ডল তার ছেলেদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। মঙ্গলবার সকাল ১০ টার দিকে তাদের সাথে বাকবিতন্ডা হলে আবু মন্ডলের হাতে থাকা হাসুয়া দিয়ে জাকির মোল্লার গলাই ও শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জাকির মোল্লার গলাই ও শরীরের বিভিন্ন অংশে হাসুয়া দিয়ে আঘাত করা হয়েছে। তার মুখের একটি অংশ কেটে পড়ে গেছে। অতিরিক্ত রক্ষক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। বিক্ষুবদ্ধ স্বজনরা ঘাতকদের কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।
জাকিরের নামে নানা অপরাধে ডজনখানেক মামলার রয়েছে।