ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৩ মে, ২০২৩ , আজকের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

আলফাডাঙ্গায় ছাগল চুরি  আটক তিন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় ছাগল চুরি করে পালানোর সময় তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার মালা হাই স্কুলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- পেয়ার মাতব্বর (২৮), সাইফুল ইসলাম (৩০) ও কালাম মাতব্বর (২৭)। তাদের সবার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি এলাকায়।

থানা সূত্রে জানা যায়, উপজেলার মালা গ্রাম থেকে মোহাম্মদ মিজানুর শেখের একটি বড় ছাগল চুরি করে নসিমন যোগে পার্শ্ববর্তী কাশিয়ানীর দিকে যাচ্ছিল ওই তিনজন। এসময় ছাগলের মালিক ও স্থানীয় লোকজন ধাওয়া করে মালা হাই স্কুলের সামনে থেকে তাদেরকে আটক করে। পরে থানা পুলিশকে খবর দিলে এসআই ইউনুস আলী বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই তিনজনসহ একটি বড় ছাগল ও চোরাই কাজে ব্যবহৃত একটি নসিমন গাড়ি হেফাজতে নেয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাগল চুরি করে পালানোর সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা জানায় বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় গিয়ে রাস্তার পাশ থেকে ছাগল, গরু চুরি করে নছিমনে উঠিয়ে দ্রুত স্থান ত্যাগ করে ভিন্ন উপজেলায় নিয়ে বিক্রি করে।