ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ , আজকের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

বোয়ালমারীতে বেটার বৌয়ের মামলায় শশুর জেল হাজতে

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নে বেটার বৌয়ের মামলায় জেল হাজতে গেলেন শশুর জাকারিয়া খলিফা (৬০)। সে দাদপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন পলাতক থাকার পর জয়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত কুমার রায় বুধবার (৩ মে) রাত ১ টার দিকে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

জয়নগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ২০২৩ সালে জাকারিয়ার বেটার বৌ ফরিদপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জাকারিয়া ও তার ছেলের নামে মামলা করেন জাকারিয়ার বেটার বৌ।

মামলায় ওয়ারেন্ট বের হলে তারা পলাতক থাকেন। কিছুদিন আগে জাকারিয়ার ছেলেকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠান। জাকারিয়া পলাতক ছিলেন। বুধবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জয়নগর ফাঁড়ির পুলিশ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন।

জয়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত কুমার রায় বলেন, জাকারিয়ার বেটার বৌ তার ও তার ছেলের নামে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পর তাদের নামে ওয়ারেন্ট হয়। ওয়ারেন্ট হওয়ার পর তারা পলাতক ছিল। কিছু দিন আগে জাকারিয়ার ছেলেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। জাকারিয়াকে গত বুধবার রাতে গ্রেপ্তার করে বৃহস্পতিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, জাকারিয়ার নামে ওয়ারেন্ট থাকার কারনে সে পলাতক ছিল। তাকে বুধবার গভীর রাতে গ্রেপ্তার করে বৃহস্পতিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।