ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩ , আজকের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

নওগাঁ থেকে বরিশাল, কুয়াকাটা ও যশোর বেনাপোল পর্যন্ত বাস চলাচলের উদ্বোধন করলেন জেলা প্রশাসক 

মোহাম্মদ আককাস আলী : ৫মে শুক্রবার বিকালে নওগাঁ থেকে বরিশাল, কুয়াকাটা ও যশোর বেনাপোল পর্যন্ত বাস চলাচলের কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রেসক্লাবের সভাপতি ইমরুল কায়েসের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, জেলা পরিবহন মালিক গ্রুপের সাধারন সম্পাদক সৈয়দ মোস্তফা কালিমী বাবু, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক এস এম মতিউজ্জামান মতি প্রমুখ । বক্তারা বলেন,এই বাস চলাচলের মধ্যে দিয়ে নওগাঁ থেকে দক্ষিনাঞ্চলের সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হলো।