ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৭ মে, ২০২৩ , আজকের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

কুষ্টিয়ায় উপ-আঞ্চলিক অফিস পরিদর্শন

কুষ্টিয়ায় উপ-আঞ্চলিক অফিস পরিদর্শন করলেন

 হেলাল মজুমদারঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশিষ্ট ভুমিকম্পন বিশেষ্য কুষ্টিয়া উপ-আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেন। জানা গেছে, শুক্রবার সকাল এগারোটার সময় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশিষ্ট ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ হুমায়ন আখতার পিএইচডি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া উপ-আঞ্চলিক কেন্দ্রর জন্য অধিগ্রহণকৃত জমির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। এবং কুষ্টিয়া উপ-আঞ্চলিক কেন্দ্রের জন্য নতুন ভাবে প্রস্তাবিত জমিও পরিদর্শন করেন। পরে কুষ্টিয়া উপ -আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের ছাত্র সংখ্যা বৃদ্ধি ও সেবার মান বৃদ্ধি বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন শামিমুর রহমান উপ-আঞ্চলিক পরিচালক কুষ্টিয়া, আলতাব হোসেন প্রশাসনিক কর্মকর্তা, আতিকুর রহমান সেকশন অফিসার, সোহেল রানা নিম্নমান সহকারী, শফিকুল ইসলাম, মনোয়ারুল ইসলাম, আফসানা,বাহার, শাহিন প্রমুখ।