ভেড়ামারায় কৃষি মেলা ২০২৩ উদ্বোধন
হেলাল মজুমদার ভেড়ামারা প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন। গতকাল সোমবার ভেড়ামারা উপজেলা চত্বরে ৩ দিন ব্যাপি কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, বলেন বাংলাদেশ সরকার কৃষির চলমান সাফল্যকে আরো এগিয়ে নিতে কৃষি গবেষণা ও কৃষি প্রযুক্তি সম্প্রসারণ এর কাজ করে যাচ্ছে। কৃষি একটি বাস্তবমুখী অপরিহার্য চর্চা প্রধানমন্ত্রীর উদাত্ত আহ্বান দেশে এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। পরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শাইখুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা শাম্মী শিরীন উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেম খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া সিটু,বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশআরা সিদ্দিক, মোকারিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা। পরে প্রধান অতিথি বিশেষ অতিথি বিভিন্ন কৃষি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।