ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩ , আজকের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

বোয়ালমারীতে ৪২০ এর মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোয়ালমারীতে ৪২০ এর মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে ৪২০ এর মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি সৈয়দ সরোয়ার হোসেন লেলিনকে গ্রেপ্তার করেছেন। লেলিন উপজেলার বড়নগর গ্রামের সৈয়দ মোহাব্বত আলীর ছেলে। তার নামে ৪২০ এর মামলায় ৩ বছরের সাজা রয়েছে।
এএসআই মনির হোসাইন জানান, ২০১৯ সালে সৈয়দ সরোয়ার হোসেন লেলিনের নামে ৪২০ এর সিআর মামলা হয়। মামলা নং ৮০৭। ওই মামলায় তার ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম দেন আদালত। সাজা হওয়ার পর থেকে সে পলাতক ছিল। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে সাতৈর এলাকা থেকে গ্রেপ্তার করি।

থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।