ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩ , আজকের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

মহাদেবপুরে তিন’শ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ ‌‌র‌্যাবের হাতে ফার্মাসি ব্যবসায়ী আটক

মহাদেবপুরে তিন’শ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ ‌‌র‌্যাবের হাতে ফার্মাসি ব্যবসায়ী আটক
মোহাম্মদ আককাস আলী : নওগাঁর মহাদেবপুরে তিন’শ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ এক ফার্মাসি ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাবে।
র‌্যাব-৫, সিপিসি-৩ জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে সোমবার দিবাগত রাতে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ৩০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ৯৪০ টাকাসহ অভিযুক্ত ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যবসায়ী উপজেলা সদরের লিচুবাগান এলাকার মো.মজিবর রহমানের ছেলে মো. মাসুদুর রহমান (৪৩)।
পরবর্তীতে তার বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।