ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১০ মে, ২০২৩ , আজকের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

মহাদেবপুরে অভ্যন্তরীণ বোরো ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান 

মহাদেবপুরে অভ্যন্তরীণ বোরো ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান 
মোহাম্মদ আককাস আলী  : নওগাঁর মহাদেবপুরে গতকাল বুধবার সকালে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। মহাদেবপুর খাদ্য গুদামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন মহাদেবপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুল ইসলাম। অন্যানের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা খাদ্য নিয়ন্দ্রক মোঃ মোজাহের, খাজুর ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন, মহাদেবপুর সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ মিজানুর রহমান প্রমুখ। মহাদেবপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম জানান, এ উপজেলায় ২হাজার ৩শত ৮২ মেট্রিক টন ধান, ২৬ হাজার ৮ শত ৩৮ মেট্রিক টন চাল ও ১শত ৭ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত গম সংগ্রহ ও আগামী ৩১ আগষ্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহ করা হবে।