রাকাব রংপুর ও গাইবান্ধা শাখা ব্যবস্থাপকদের পারফরমেন্স মূল্যায়ন সভা অনুষ্ঠি
রাজশাহী ব্যুরোঃ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর রংপুর ও গাইবান্ধা জোনের শাখা ব্যবস্থাপকদের পারফরমেন্স মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ মে) বিকেল ৪ টা গাইবান্ধা সার্কিট হাউস সম্মেলন কক্ষে ও (১০ মে) কৃষি অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালকের দপ্তরের সম্মেলন কক্ষে এই পারফরমেন্স সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রংপুর বিভাগীয় মহাব্যবস্থাপক মোঃ বাবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান (চলতি দায়িত্বে)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব প্রধান কার্যালয়ের ঋণ আদায় বিভাগের উপ-মহাব্যবস্থাপক জিয়াউদ্দিন আকবর, আইন বিভাগের উপ- মহাব্যবস্থাপক মাহমুদুল আলম।
এই মুল্যায়ন সভায় রংপুর ও গাইবান্ধা জোনের প্রত্যাকটি শাখা ২০২২-২৩ অর্থ বছরের ব্যবসায়ীক লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত সাফল্য পর্যালোচনা করা হয়। এছাড়াও আগামী ৩০ জুন ২০২৩ তারিখ পর্যন্ত সকল ব্যবসায়ীক ইন্ডিকেটরের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আব্দুর রহমান বলেন, সকল শাখা ব্যবস্থাপককে সহকর্মীগণকে নিয়ে অর্থবছরের অবশিষ্ট সময়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে ব্যবসায়ীক লক্ষ্যমাত্রাসমুহ শতভাগ অর্জনের নির্দেশনা দেন। তিনি সকলকে শততা ও স্বচ্ছতার সাথে কাজ করে উত্তম গ্রাহক সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। এছাড়াও সভায় মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সফলতা শর্তানুযায়ী ৩ জন ব্যবস্থাপককে পারফরমার প্রধান করা হয়।
এসময় রংপুর পারফরমেন্স সভায় উপস্থিত ছিলেন রাকাব রংপুর বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানসহ রংপুর জোনের ২৭ জন ব্যবস্থাপক এবং গাইবান্ধা জোনের সভায় উপস্থিত ছিলেন জোনের ২৫ জন ব্যবস্থাপক।