1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বোরাকের ধাক্কায় ১০ বছরের শিশুর মৃত্যু,   চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা। - dailynewsbangla
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:২৯ অপরাহ্ন

বোরাকের ধাক্কায় ১০ বছরের শিশুর মৃত্যু,   চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা।

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মে, ২০২৩
বোরাকের ধাক্কায় ১০ বছরের শিশুর মৃত্যু,
  চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা।
মোঃ বেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি  পটুয়াখালী দশমিনা ইউনিয়নের নিজাবাদ এলাকায় শনিবার সন্ধ্যায় বেরাকের  ধাক্কায় মোঃ রিয়ান (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বোরাক চালক এর বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।
বোরাক চালক উপজেলার দশমিনা ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের মোঃ বেলাল চাপরাসির ছেলে মোঃ আলামিন চাপরাসি(৩০)
থানা  সূত্রে জানা যায় উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আদমপুর গ্রামের বাসিন্দা মোঃ জিনু মৃধার বড় ছেলে এবং বেতাগীসানকিপুর সারকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র মোঃ  রিয়ান (১০)। গত বৃহস্পতিবার সকালে মায়ের সাথে উপজেলার দশমিনা ইউনিয়নের নিজাবাদ এলাকায় আমির হোসেন শরীফের বাড়ি(নান বাড়ি) বেড়াইতে আসে। শনিবার সন্ধ্যা ৬ টায় নিজাবাদ বাজার হইতে নানা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পারাপরের সময় দশমিনা থেকে আলীপুর গন্তব্যে যাত্রীবাহী  বোরাকের সাথে ধাক্কা খেয়ে পিচডালাই রাস্তায় পরে যায়।  বোরাক চালক আলামিন দশমিনা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মইনুল ইসলাম মৃত. ঘোষনা করেন।দশমিনা হাসপাতাল কতৃপক্ষ দশমিনা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আবিদ গোলজারের কাছে রিয়াদের মরদেহ হস্তান্তর করেন।
 বোরাক চাকক মোঃ আলামিনকে হাসপাতাল থেকে দশমিনা থানা পুলিশ গ্রেফতার করে। রিয়াদের মরদেহ ময়নাতদন্ত ছাড়া দশমিনা থানা পুলিশ দাফন করার অনুমতি দেয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃমেহেদী হাসান  বলেন মোঃরিয়ানের মরদেহ হাসপাতাল কতৃপক্ষের কাছ থেকে গ্রহন করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। বোরাক চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে আমলা হয়েছে। বিজ্ঞদালতে বোরাক চালককে পঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ