বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে লিফলেট বিতরণ করছেন সাবেক সচিব সৌরেন
মোহাম্মদ আককাস আলী : নওগাঁ-৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী নওগাঁ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী (সৌরেন) বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে জনগণের মাঝে লিফলেট বিতরণ করছেন। তিনি প্রতিদিন দলীয় তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে মহাদেবপুর বদলগাছি উপজেলার পাড়া মহল্লায় হাটে বাজারে গণসংযোগ, মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন এবং বর্তমান সরকারের আমলের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরেন গণমানুষের কাছে। এব্যাপারে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী (সৌরেন) বলেন , বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার তাকে নৌকা প্রতীক দিলে তিনি নির্বাচন করবেন এবং বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ।
Print [1]