ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৫ মে, ২০২৩ , আজকের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

সূর্য শিক্ষা পরিবার, বনগ্রাম শাখায় প্রথম সেমিস্টার পরীক্ষা’২৩র ফলাফল ঘোষণা

সূর্য শিক্ষা পরিবার, বনগ্রাম শাখায় প্রথম সেমিস্টার পরীক্ষা’২৩র ফলাফল ঘোষণা

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: “আপনার সন্তান আপনার কাছে সোনা, আমাদের পরশে খাঁটি হবে মাত্র”- এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নাগরপুর উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সূর্য শিক্ষা পরিবারের বনগ্রাম শাখায় ১ম সেমিস্টার পরীক্ষা’২৩ এর ফলাফল আজ ১৫ই মে’২৩ সকাল ১০ ঘটিকার সময় ঘোষণা করা হয়। সূর্য শিক্ষা পরিবারের বনগ্রাম শাখার প্রধান শিক্ষক এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ, নাগরপুর উপজেলা শাখা ও নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সহ-সাধারণ সম্পাদক কাজী মোস্তফা রুমির সভাপতিত্বে, সহকারী শিক্ষক সেতু আক্তারের সঞ্চালনায় ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ- নাগরপুর উপজেলার শাখা ও নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক, উদীয়মান তরুণ শিক্ষক নেতা মোঃ গোলাম মোস্তফা গোলাম (এম.এস.এস -রাষ্ট্রবিজ্ঞান)। এছাড়াও সূর্য শিক্ষা পরিবারের বনগ্রাম শাখার সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী তাদের অভিভাবক অভিভাবিকাদের নিয়ে স্বতঃস্ফূর্তভাবে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়। ফলাফল ঘোষণা শেষে সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম গণমাধ্যমকে বলেন- সূর্য শিক্ষা পরিবার নাগরপুরে ব্যতিক্রমী এবং পরিবর্তনের প্রত্যয় নিয়ে এসেছে। স্মার্ট বাংলাদেশে স্মার্ট প্রতিষ্ঠান হচ্ছে সূর্য শিক্ষা পরিবার। ফাইনাল সেমিস্টার পরীক্ষার ফলাফলের মাধ্যমে আমরা একটি ছাত্র-ছাত্রীর সার্বিক মূল্যায়ন করতে পারি এবং যা একটি শিক্ষার্থীকে প্রতিযোগিতার দিকে ধাবিত করে। সেই সাথে নতুনভাবে শিক্ষা ক্ষেত্রে উৎসাহ পায়। আমি আজকের এই ফলাফল ঘোষণা অনুষ্ঠানে যারা ভালো ফলাফল করেছে তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এবং যারা ভালো ফলাফল করতে পারো নাই তারা আগামী দিনের জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। ইনশাআল্লাহ, তোমরাও ভালো করতে পারবে। আমি উপস্থিত সম্মানিত সকল অভিভাবক-অভিভাবিকা মন্ডলীকে সূর্য শিক্ষা পরিবারের পক্ষ হতে আজকের এই ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।