ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩ , আজকের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

সামাজিক বনায়ন প্রশিক্ষণ কর্মশালার  উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান ভোদন

মোহাম্মদ আককাস আলী : নওগাঁর মহাদেবপুরে উপকারভোগীদের একদিনের সামাজিক বনায়ন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন।
 সোমবার (২৯ মে) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সামাজিক বন বিভাগ রাজশাহী ও মহাদেবপুর উপজেলা সামাজিক বনায়ন বাগান কেন্দ্র এর আয়োজনে ইউএনও আবু হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। উপজেলা বন কর্মকর্তা আহসান হাবীবের সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমরেজ আলী প্রমুখ।
কর্মশালায় সামাজিক বনায়নের ৯০ জন উপকারভোগী প্রশিক্ষণে অংশ নেন।