ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ , আজকের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

বোয়ালমারীতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী পালন করেছে বোয়ালমারী উপজেলা বিএনপি। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ মে) বিকেল পাঁচটায় বোয়ালমারী চৌরাস্তা সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদ ইকরাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সঞ্জয় সাহা, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব বায়েজিদ খান রাব্বি প্রমুখ।