ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৩১ মে, ২০২৩ , আজকের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

বোয়ালমারীতে মিথ্যা অভিযোগের বিরুদ্ধে মুন্নুর সংবাদ সম্মেলন

বোয়ালমারীতে মিথ্যা অভিযোগের বিরুদ্ধে মুন্নুর সংবাদ সম্মেলন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের আরাজি শিবানন্দপুর গ্রামের মুন্নু ফকিরের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর মিথ্যা অভিযোগ দেয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। বুধবার (৩১ মে) সকালে থানা মোড় সমকাল প্রতিনিধির কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন, আরাজি শিবানন্দপুর গ্রামের ইসমাইল দেওয়ানের সাথে অনেক দিন যাবত জমিজমার বিরোধ নিয়ে ভেজাল চলে আসছে। সে সূত্র ধরে তিনি আমাকে দমাতে প্রধানমন্ত্রীর দেয়া উপহার আশ্রায়ণ প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিয়েছি ভিত্তিহীন মনগড়া অভিযোগ এনে ৪জনের নাম উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। অভিযোগের বিষয়ে ওই ৪ জন কিছুই জানেন না। মুন্নু ফকির বলেছেন, ইসমাইল দেওয়ান ওই ৪জনকে আশ্রায়ণ প্রকল্পের ঘর দেয়ার কথা বলে তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে সাক্ষর ও টিপসহি নেয়। পরে সে আমার বিরুদ্ধে ওই ৪জনকে সাজিয়ে টাকা নিয়ে আশ্রায়ণ প্রকল্পের ঘর দেয়ার মিথ্যা তথ্য দিয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেন। এতে আমার মানসম্মান ধূলোর সাথে মিশে গিয়েছে। তাই আমি জেলা প্রশাসক ও ইউএনও মহাদ্বয়কে সবিনয় অনুরোধক পূর্বক সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনা জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাই। এসময় উপস্থিত ছিলেন মো. মুন্নু ফকির, বিল্লাল ফকির প্রমুখ।