ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩ , আজকের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

রাসিক নির্বাচনে মহানগর যুবলীগের প্রচার মিছিলের প্রস্তুতি রাজশাহী ব্যুরো: আসন্ন ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন

রাসিক নির্বাচনে মহানগর যুবলীগের প্রচার মিছিলের প্রস্তুতি

রাজশাহী ব্যুরো: আসন্ন ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচন উপলক্ষে আগামী ৩ জুন নৌকার পক্ষে প্রচার মিছিল করবেন বলে প্রস্তুতি নিচ্ছে রাজশাহী মহানগর যুবলীগ।
বৃহস্পতিবার (১ জুন) বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছেন রাজশাহী মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক- মোঃ মাহমুদ হাসান খান চৌধুরী ইতু।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ০৩ তারিখ শনিবার রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন কে নৌকা মার্কায় জয় যুক্ত করার লক্ষ্যে বিকাল ৪ টায় কুমারপাড়াস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মহানগর যুবলীগের জমায়েত হয়ে নগর আওয়ামী লীগের প্রচার মিছিলে জয় বাংলা চত্ত্বর থেকে অংশগ্রহণ করবে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর শাখার সভাপতি মোঃ রমজান আলী এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন বাচ্চু’র নির্দেশে মহানগর যুবলীগের সকল নির্বাহী সদস্য, ওয়ার্ড যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক- যুগ্ম আহ্বায়ক সহ সকল নেতাকর্মীকে যথাসময়ে নগর আওয়ামী লীগের কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য বিশেষ ভাবে আহ্বান করা হয়েছে।