ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩ , আজকের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

২১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী গোলাম ফারুক “মিষ্টি কুমড়া” প্রতীক পেয়েছেন

২১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী গোলাম ফারুক “মিষ্টি কুমড়া” প্রতীক পেয়েছেন

রাজশাহী ব্যুরো: আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে গোলাম ফারুক “মিষ্টি কুমড়া” প্রতীক পেয়েছেন। ২ জুন (শুক্রবার) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন রাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দোলেয়ার হোসেন। প্রতীক বরাদ্দ পেয়ে ২১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী গোলাম ফারুক বলেন, আমি আমার পছন্দের প্রতীক চেয়ে নিয়েছি। মিষ্টি কুমড়া প্রতীক পেয়ে আমি খুশি। আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আমি আমার ওয়ার্ডবাসির নিকট কুমড়া প্রতীকে ভোট চাই। এসময় তিনি আরও বলেন, ওয়ার্ডবাসি আমাকে ভালবেসে কাউন্সিলর প্রার্থী করেছেন। আমি নির্বাচিত হলে এই ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। ওয়ার্ডের নানা অসংগতিসহ সমস্যা দুরীকরণে সর্বোচ্চ চেষ্টা করবো। আমি আমার জয়ের ব্যাপারে ১০০% আশাবাদী। প্রতীক বরাদ্দের সময় ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, তফসিল অনুযায়ী রাসিক নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৩ মে এবং মনোনয়ন যাচাই-বাছাই এর শেষ সময় ছিল ২৫ মে। এছাড়াও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১ জুন। পরে ২ জুন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই চলবে প্রচার-প্রচারণা। উল্লেখ্য, ২১ নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৮৫৫১ টি। এর মধ্যে নরী ভোটার সংখ্যা ৪৪৭১ ও পুরুষ ভোটার সংখ্যা ৪০৮০ টি।