ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩ , আজকের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

অনলাইন জুয়াড়িদের নামে মামলা গ্রেপ্তার ৪

অনলাইন জুয়াড়িদের নামে মামলা গ্রেপ্তার ৪

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে অনলাইন জুয়াড়িদের নামে মামলা হয়েছে। মামলার চার আসামিকে গ্রেপ্তার করে আদালতে চালান দিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পলাতক ১৪জনসহ অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। জেলা গোয়েন্দা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বৃহস্পতিবার (১ জুন) রাত ৩টায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে বোয়ালমারী পৌরসভার ছোলনা এলাকার জনৈক ছালাম মোল্যার বসত বাড়ির উঠান থেকে অনলাইনে জুয়া খেলা অবস্থায় আটক করে ফরিদপুর নিয়ে যায়। তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে বৃহস্পতিবার বোয়ালমারী থানায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০জনকে আসামি করে মামলা করেন ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম মোল্যা। আটককৃত চারজনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার রায়পুর গ্রামের আব্দুল আলিম শিকদারের ছেলে আকাশ শিকদার (২৫), সিরাজুল ইসলাম মোল্যার ছেলে আশরাফুল ইসলাম (২৮), ছোলনা গ্রামের মৃত ছালাম মোল্যার ছেলে জিয়ারুল ইসলাম (২৮) ও দক্ষিণ কামারগ্রাম এলাকার জনাব আলী মোল্যার ছেলে বকুল মোল্যা (২৯)। অনলাইন জুয়াড়িদের আটক ও মামলার বিষয়টি স্বীকার করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালী জোন) মো. রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা মোবাইলের মাধ্যমে অনলাইন জুয়ার বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে জুয়া খেলে। গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। এ ব্যাপারে মামলা শেষে তাদেরকে আদালতে চালান করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।