ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩ , আজকের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

দৌলতপুরের সন্তান হুমায়ূন কবীর বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার পদে পদোন্নতি লাভ

দৌলতপুরের সন্তান হুমায়ূন কবীর বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার পদে পদোন্নতি লাভ

খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য মরহুম নাসির উদ্দীন মাস্টারের ২য় সন্তান মোঃ হুমায়ূন কবীর বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট কমান্ডার পদে পদোন্নতি লাভ করলেন। বৃহস্পতিবার (১ জুন) চট্টগ্রামের বিএনএস ঈসা খা ঘাঁটিতে কমচিট অফিসে লেফটেন্যান্ট কমান্ডারের ব্যাজ পরিয়ে দেন চট্রগ্রাম নৌ অঞ্চলের প্রধান রিয়ার এ্যাডমিরাল মামুন চৌধুরী। দৌলতপুর উপজেলার ভাগজোত গ্রামের সন্তান মোঃ হুমায়ূন কবীর ২০১২ সালে বাংলাদেশ নৌবাহিনী তে কমিশন লাভ করেন । তিনি ইনসাফনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে এসএসসি, কুষ্টিয়া সরকারি কলেজ থেকে প্রথম শ্রেণীতে এইচএসসি এবং চট্টগ্রাম সরকারি কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন।তিনি বর্তমানে নৌ বাহিনীর একটি জাহাজ এ অধিনায়ক এর দায়িত্বে নিয়োজিত আছেন। তিনি সকলের দোয়া প্রার্থী।
উলে­খ্য মরহুম নাসির উদ্দীন মাস্টারের ৪ পুত্র সন্তান প্রথম মোঃ মঞ্জুর কবীর কুষ্টিয়া সরকারী কলেজের পদার্থ বিদ্যার সহকারী অধ্যাপক,দ্বিতীয় মোঃ হুমায়ূন কবীর বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার, তৃতীয় মোঃ নাজমূল কবীর পলাশ আল­ারদর্গা জনতা ব্যাংক শাখার সেকেন্ড অফিসার, চতুর্থ নিয়ামূল কবীর কুষ্টিয়া পৌরসভার গুরুত্ব পূর্ণ পদে কর্মরত রয়েছেন।