ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩ , আজকের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

দশমিনায় দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

দশমিনায় দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
মোঃ বেল্লাল হোসেন 
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলা সদরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দশমিনা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হসেন উপজেলা দশমিনা সদর ইউনিয়নে ০২ নং ওয়ার্ড নিবাসি আব্দুল বারেক গাজীর ছেলে মোঃ মামুন গাজী (২৮), বাঁশবাড়িয়া ইউনিয়নের ০৯ নং ঢণঢণিয়া ওয়ার্ড নিবাসি কালু সিকদারেরে ছেলে মোঃ নাঈম হোসেন(২৪)।
থানা সূত্রে যানা যায় গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় উপজেলা সদরে রুবেল প্যাদার নির্মাণাধীন ভবনের নিচ তলায় ইয়াবা বেচা -বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) তৌসিফ,  মোঃ শহিদুল, মোঃ ইস্রাফিল সহ সঙ্গীয় ফোর্স  অভিযান পরিচালনা করে মোঃ মামুন গাজীর কাছ থেকে ৯ পিচ এবং মোঃ নাঈম হোসন এর কাছ থেকে ৬ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে দশমিনা থানায় নিয়ে আসা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন, মোঃ মামুন ও মোঃ নাঈম হোসেনকে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার সময় গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। মাদক উদ্ধার অভিযান অব্যহত থাকবে।