ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

দশমিনায় টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা

মোঃ বেল্লাল হোসেন: পটুয়াখালী দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃতানিয়া ফেরদৌস এর সভপিতিত্বে ইলিশ প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা কার্যক্রম বাস্তবায়ন উপলক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিসভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,দশমিনা উপজেলা পরিষদ চেয়াম্যান,বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ।

বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, ডা.সামছুরন্নহার খান ডলি। উপজেলা ভাইস চেয়াম্যান,নাসির উদ্দিন পালোয়ান। সহকারি কমিশনা (ভূমী)মোঃকাইয়ুম। দশমিনা থানা অফিসার অইনচাজর্, মোঃজসীম। দশমিনা নৌ-পুলিশ ইনচাজর্, মোঃ আব্দুল্লাহ। উপজেলা মৎস্য কর্মকর্তা,মোঃমাহবুব আলম। উপজেলা কৃষি কর্মকর্তা,মোঃআবু জাফর। উপজেলা উন্নয়ন পরিকল্পনা কর্মকর্তা, রবিউল ইসলাম।

দমমিনা উপজেলা প্রেস ক্লাবেল সিনিয়র সভাপতি,এইচ এম ফেরকান। দশমিনা রিপোটার্স ইউনিটির সভাপতি,ফয়েজ আহমেদ। সংবাদকর্মী, মোঃবেল্লাল হোসেন। মোঃসাফায়েত সহ দশমিনা উপজেলা ফিসারিশ ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। উক্ত সভায় প্রধান অতিথী ও সভাপতি বলেন,ইলিশ মাছ রাস্ট্রীয় সম্পদ। দশমিনা উপজেলায় তেতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় সরকার প্রদেয় বিধিবিধানা সর্বেচ্চ প্রয়োগ করা হবে বলে জানান ।