ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১০ জুন, ২০২৩ , আজকের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

বোয়ালমারীতে দুই শিশুকে খুন করার উদ্দেশ্যের ঘটনায় উপজেলা ছাত্রদল নেতাসহ ৫জনের নামে মামলা

বোয়ালমারীতে দুই শিশুকে খুন করার উদ্দেশ্যের ঘটনায় উপজেলা ছাত্রদল নেতাসহ ৫জনের নামে মামলা

 বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আলোচিত দুই শিশু নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যসহ ৫ জনের নামে মো. আলীবার শেখ বাদি হয়ে শুক্রবার রাতে (৯জুন) খুন করার উদ্দেশ্যে, অন্যায় ভাবে মারপিট করিয়া সাধারণ ও গুরুত্বজখম করত: চুরি, ভয়ভীতি প্রদর্শন ও হুকুম দানের অপরাধের অভিযোগ এনে মামলা করেছেন। মামলা নম্বর ৭। এদিকে মামলার ৪ নং আসামি হাবিল খানকে (৪৫) গ্রেপ্তার করে ৩ দিনের রিমান্ড চেয়ে শনিবার (১০ জুন) আদালতে প্রেরণ করেছেন পুলিশ। এজাহার সূত্রে জানা যায়, উপজেলার গুনবাহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের নজরুল শেখের টিউবয়েল চুরির ঘটনা নিয়ে গত ৬ জুন দুই শিুশু সৌরভ (৯), শিমুলকে (১০) ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য নাজমুল শেখের (৩২) হুকুমে চোর সন্দেহেমূলক ধরে নিয়ে পায়ে শিকল দিয়ে তালা দিয়ে নজরুল শেখের ধানের চাতালে রৌদে চিত করে শোয়াইয়ে খুন করার উদ্দেশ্যে মারধর করে এবং তাদের বিভিন্ন ভয়ভীতি দেখায়। মামলার আসামিরা হলো ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক নাজমুল শেখ (৩২), নজরুল শেখ (৪০), হাসান খুননার (২৫), হাবিল খান (৪৫), রকিবুল খুননার (২০)। পুলিশ হাবিল খানকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহমান বলেন, মামলার এক আসামিকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরো বলেন, নির্যাতিতো দুই শিশুকে থানায় এনে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে তাদের খাবার ও নতুন জামাকাপুর কিনে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, দুই শিশুকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। মামলার ৪ নম্বর আসমি হাবিল খানকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েেেছ। প্রসঙ্গগত, গত ৬ জুন ওই দুই শিশুকে আসামিরা ধরে নিয়ে নির্যাতন করে। পরে তাদের নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ ফেসবুক ও বিভিন্ন পত্রিকায় ভাইরাল হয়।