নাগরপুরে জননেতা তারেক শামস্ খান হিমুর পক্ষে শুরু হলো উঠান বৈঠক
কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিন যাবত সক্রিয় ভাবে মাঠে রয়েছেন দক্ষিণ টাঙ্গাইলের গর্ব, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, সময়ের সাহসী সন্তান, টাঙ্গাইল জেলা আ’লীগের অন্যতম প্রভাবশালী কর্মীবান্ধব জননেতা তারেক শামস্ খান হিমু। বিশেষভাবে উল্লেখ্য তিনি দীর্ঘ ২৬ বছর যাবৎ সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে প্রথমে নাগরপুর পরবর্তীতে দেলদুয়ারের মানুষের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। নাগরপুর দেলদুয়ারের মানুষের প্রাণের দাবি ধলেশ্বরী সেতু বাস্তবায়নের জন্য তিনি ধলেশ্বরী সেতু বাস্তবায়ন কমিটি নামক একটি সংগ্রাম পরিষদের মাধ্যমে দুর্বার আন্দোলন গড়ে তোলেন যার পরিপেক্ষিতে বিগত ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে এই সেতুটি নাগরপুর দেলদুয়ারের মানুষকে উপহার দেন, যা তার একক আন্দোলনের ফলেই সম্ভব হয়েছে বলে এলাকাবাসী মনে করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দীর্ঘদিন যাবত তিনি স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষকে সাথে নিয়ে টাংগাইল-৬ আসনের নাগরপুর দেলদুয়ারে ধারাবাহিকভাবে ব্যাপক প্রচারণা করে আসছেন। এরই ধারাবাহিকতায় আজ ১০ই জুন’২৩ রোজ শনিবার বিকেল ৪ ঘটিকার সময় বর্তমান সময়ে নাগরপুর দেলদুয়ারের মানুষের প্রাণের দাবি বহিরাগত হটাও বিষয়টিকে সামনে নিয়ে নাগরপুর উপজেলাধীন সদর ইউনিয়নের মীরনগর গ্রামে উপজেলা আ’লীগের সদস্য সামেজ মিয়ার বাড়িতে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সমর্থকদেরকে নিয়ে অনুষ্ঠিত হলো উঠান বৈঠক। মাঠ পর্যায়ে বর্তমান আওয়ামী লীগ সরকারের দেশব্যাপী নানা উন্নয়নের চিত্র তুলে ধরা এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ার আসনে নাগরপুরের সন্তান, দীর্ঘদিনের পরিক্ষিত যোদ্ধা জননেতা তারেক শামস্ খান হিমুকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কায় মনোনয়নের ক্ষেত্রে ভোটারদের মধ্যে জনমত তৈরি করার লক্ষ্যে এই উঠান বৈঠকের ব্যবস্থা করা হয়। উঠান বৈঠকে জননেতা তারেক শামস্ খান হিমুর পক্ষে জনমত তৈরিতে লিফলেট বিতরণ করা, ভোটারদের ঘরে ঘরে স্টিকার প্রতিস্থাপন করা ও পোস্টার ব্যানার সহ নানামুখী প্রচারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত উঠান বৈঠকে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। এ বিষয়ে জননেতা তারেক শামস্ খান হিমুর সাথে এক তারবার্তায় গণমাধ্যমের কথা হয়। তিনি গণমাধ্যমকে জানান- আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বর্তমান আওয়ামী লীগ সরকারের সারা দেশব্যাপী ব্যাপক উন্নয়নের কথা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের এই উঠান বৈঠক। এরকম ভাবে প্রত্যেকটি ইউনিয়নে প্রতিনিয়ত উঠান বৈঠক হবে। উঠান বৈঠকের উদ্দেশ্য হচ্ছে এলাকার স্থানীয় মা-বোনদের মাঝে বর্তমান আওয়ামী লীগ সরকারের দেশব্যাপী ব্যাপক উন্নয়নের কথা পৌছে দেওয়া এবং আগামী নির্বাচনে যাতে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে পুনরায় নৌকা মার্কাকে ভোট প্রদান করার জন্য উৎসাহিত করা। ইনশাআল্লাহ্ আশা রাখি আগামীতে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশে স্মার্ট প্রচারণায় নাগরপুর দেলদুয়ার তথা সারা বাংলাদেশে আমরা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছি।