ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১১ জুন, ২০২৩ , আজকের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

দৌলতপুরে তরমুজের ক্ষেত পরিদর্শন করলেন রমেশ চন্দ্র ঘোষ

দৌলতপুরে তরমুজের ক্ষেত পরিদর্শন করলেন রমেশ চন্দ্র ঘোষ

ফরিদ আহম্মেদ॥ যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ “যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প” এর উচ্চমুল্যের নিরাপদ ফসল উৎপাদনের আওতায় তরমুজ প্রদর্শনী মাঠ পরিদর্শন করেছেন। এছাড়াও তিনি গ্রীষ্মকালিন টমেটোর মাঠ পরিদর্শন করেন। রোববার (১১ জুন) দিনব্যাপি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়াসহ বিভিন্ন এলাকা পদির্শন করেন। এসময় উপস্থিত ছিলেন যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ, জুনিয়ার পরামর্শক ইমরুল পারভেজ, দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্পের বাস্তবায়ন সহযোগী (প্রকল্প পরিচালকের কার্যালয়) জাহিদ হাসান, পরিতোষ কুমার মন্ডল (কুষ্টিয়া জেলা) সহ সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ। পরিদর্শনকালে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক

কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ বলেন, “যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় যশোর অঞ্চলের ৬টি জেলার ৩১টি উপজেলায় নিরাপদ উপায়ে উত্তম কৃষি চর্চার মাধ্যমে প্রায় ৩৫ হাজার প্রদর্শনী বাস্তবায়নের মাধ্যমে উচ্চমুল্যের বিভিন্ন ফসলের চাষ সম্প্রসারণ করা হবে। এর ফলে আরো সমৃদ্ধ হবে যশোর অঞ্চলের কৃষি। গ্রীষ্মকালিন তরমুজ একটি লাভজনক ফসল। কম সময়ে কৃষকরা নিরাপদ উপায়ে যাতে এ ফসল চাষ করতে পারে এজন্য এ প্রদর্শনী বাস্তবায়িত হচ্ছে।